Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেম্বার পদে ফেল করেও জনগণকে দাওয়াত!

ঝিনাইগাতী(শেরপুর) থেকে এস.কে সাত্তার | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০২১, ৬:৪১ পিএম

মেম্বার পদে ফেল করেও মানুষ কে দাওয়াত খাওয়াতে ইচ্ছুক আবদুল হামিদ নামে এক মেম্বার প্রার্থী। এলাকায় মাইকিং করে ১০ মন চাউল ও ২টি গরু ও নগদ ১০ হাজার টাকাও প্রস্তুত ও করেছিল। কিন্তু দাওয়াতে এলাকার কেউ আসেনি। ঘনাটি ঘটেছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাইগর পাড়া গ্রামে। সেই নির্বাচনে হেরে গিয়েও মানুষের মাঝে দেওয়া প্রতিশ্রুতি রাখতে ব্যতিক্রমী আয়োজন করেছিলেন এই পরাজিত প্রার্থী আবদুল হামিদ। এনিয়ে এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বইছে। জানা গেছে, তৃতীয় ধাপের নন্নী ইউপির ১ নম্বর ওয়ার্ডের ফুটবল প্রতীক নিয়ে আবদুল হামিদ নির্বাচনে অংশগ্রহণ করেন। তার প্রতিদ্বন্ডি ছিলেন এমদাদুল হক (মোরগ প্রতীক) ও জালাল উদ্দিন (তালা প্রতীক)। গত রোববার ২৮ নভেম্বর ভোটের দিনে ফলাফল অনুযায়ী ওই ওয়ার্ডে ৭৩০ ভোট পেয়ে (মোরগ) প্রতীক প্রার্থী এমদাদুল হক বেসরকারিভাবে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। মাত্র ৬৪ ভোট পেয়ে আবদুল হামিদ (ফুটবল প্রতীক) নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন। ভোটাররা প্রতিশ্রুতি না রাখলেও আবদুল হামিদ তার দেয়া ওয়াদা মতো গত সোমবার ২৯ নভেম্বর এলাকায় মাইকিং করে ভোটারদের আমন্ত্রণ জানান। কিন্তু সেই আমন্ত্রনে কেউ আসেনি। তিনি করোনাকালীন সময় সব ভোটারদের বাড়িতে গিয়ে জিলাপি ও গুলগুলির প্যাকেট বিতরণ করেছিলেন। আবদুল হামিদ বলেন, ‘ভোটারদের ঘরে ঘরে গিয়ে ভোট চেয়েছি। ভোটের পর দুটি গরু ও ১০ মণ চাল দিয়ে গ্রামবাসীদের খাওয়ানোর প্রতিশ্্রুতি দিয়েছিলাম। ভোটারাও আমাকে ভোট দেবেন বলে কথা দিয়েছিলেন। ‘ভোট পেয়েছি মাত্র ৬৪ টি। নির্বাচনে কেউ কথা রাখেনি। তাই মাইক মেরে গ্রামবাসীদের আমন্ত্রণ জানানো হয়েছে। সেই সঙ্গে ১০ হাজার টাকা, ২টি গরু ও ১০ মন চালও প্রস্তুুত রাখা আছে। গ্রামবাসী এলেই সবাই মিলে গরু জবাই করে খাওয়ার আয়োজন করা হবে। কিন্তু এখন পর্যন্ত কেউ আসেনি। আমারও তো ভবিষ্যত রয়েছে। ছেলে মেয়ে রয়েছে। তারা না আসলেও আমি আমার কথা রেখেছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ