Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

রাবিতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আসছেন আগামীকাল

রাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০২১, ৫:৩৩ পিএম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আসছেন আগামীকাল । শুক্রবার বেলা ১১টায় রাবির সাবাশ বাংলাদেশ চত্বরে সাংস্কৃতিক উৎসব উদ্বোধন করবেন তিনি ।

এ তথ্য নিশ্চিত করে রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. আজিজুর
রহমান জানান, এদিন ১০টায় শিক্ষামন্ত্রী রাবিতে বঙ্গবন্ধু ম্যূরালে পুস্পস্তবক অর্পণ করবেন। পরে শহীদ শামসুজ্জোহা ও কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের কবরে পুস্পস্তাপক অর্পণ শেষে ১০টা ৪০ মিনিটে দেশরত্ন শেখ হাসিনা হলের নির্মাণ কাজ উদ্বোধন করবেন।

এদিন দুপুরে শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে প্রগতিশীল শিক্ষক সমাজের সঙ্গে মতবিনিময় করে বিকেল ৪টায় ঢাকার উদ্দেশ্য রওনা দিবেন বলে জানিয়েছেন জনসংযোগ দপ্তর প্রশাসক।

এদিকে সংস্কৃতিক অনুষ্ঠানে সম্মানিত অতিথি থাকবেন রাজশাহী সিটিকর্পোরেশনের মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন,রাজশাহী-২ আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, সাংসদ মো.আয়েন উদ্দিন, শিক্ষামন্ত্রনালয়ের সচিব মো. মাহবুব হোসেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক
ড. গোলাম সাব্বির সাত্তার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদ্বোধন

৭ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ