Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে লাপাত্তা দক্ষিণ আফ্রিকা ফেরত দুইজন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০২১, ৫:০৪ পিএম

চট্টগ্রামে আফ্রিকা ফেরত দুই ব্যক্তির খোঁজ মিলছে না। তাদের হন্যে হয়ে খুঁজছে স্বাস্থ্যবিভাগের কর্মীরা। বিমানবন্দরে ভুল মোবাইল নাম্বার দেওয়ায় তাদের অবস্থান শনাক্ত করাও যাচ্ছে না। এ নিয়ে বিপাকে পড়েছে স্বাস্থ্য বিভাগ।
সম্প্রতি আফ্রিকা ফেরত পাঁচ যাত্রীর ব্যাপারে ঢাকা থেকে খোঁজ নিতে বলা হয়। এদের মধ্যে তিনজনের অবস্থান শনাক্ত করা গেলেও বাকি দু’জনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, তারা যে নাম্বার দিয়েছে তা ভুল ছিল। একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। তবে তাদের দেওয়া ঠিকানায় যোগাযোগ করা হচ্ছে।
দক্ষিণ আফ্রিকা ফেরত সকল যাত্রীকে বাধ্যতামূলক ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে রাখার নির্দেশনাও রয়েছে। যে তিনজনের সন্ধান পাওয়া গেছে তাদের কোয়ারেন্টিনে নিশ্চিত করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ