Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলবাড়ীতে অজ্ঞাত রোগে ২০টি গরুর মৃত্যু,দিশেহারা কৃষক

ফুলবাড়ী (দিনাজপুর) থেকে স্টাফ রিপোটার | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০২১, ৪:২৫ পিএম

দিনাজপুরের ফুলবাড়ীতে গত এক সপ্তাহের ব্যবধানে অজ্ঞাত রোগে দুই গ্রামের প্রায় ২০টি গরু মারা যাওয়ার ঘটনা ঘটেছে। ওই এলাকার অন্য গরু গুলোও মৃত্যু ঝুঁকিতে রয়েছে বলে ধারনা করছেন স্থানীয়রা।

স্থানীয় কৃষকরা জানান, হঠাৎ করে গরুর শাষকষ্ট ও কাপঁনী শুরু হয়ে গরু গুলো মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এতে আতংঙ্কিত হয়ে পড়েছেন তারা।
স্থানীয় সুত্রে জানা গেছে,উপজেলার আলাদিপুর ইউনিয়নের দক্ষিন বাসুদেবপুর ও বেতদিঘী ইউনিয়নের মহেষপুর গ্রামে এই গরু মারা যাবার ঘটনা ঘটছে। পশু চিকিৎসকদের ধারনা বিষক্রিয়ার কারনে গরু গুলোর মৃত্যু হতে পারে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, বাসুদেবপুর পাকড় ডাঙ্গা নামক স্থানে ফুলবাড়ী-মাদিলা সড়কের পাশে আবাদী জমিতে দুলাল নামে একজনের জমিতে একটি ব্যাটারী কারখানা করা হয়,এই কারখানার বর্জ্য ছড়িয়ে পড়ার কারনে ওই এলাকার ঘাঁস এবং খড় খেয়ে হঠাৎ গরুগুলোর শাষকষ্ট ও পেট ফেঁপে গিয়ে কাঁপনী শুরু হচ্ছে,এরপর এক দুই দিনের মধ্যে গরু গুলো মারা যাচ্ছে।
এদিকে বিষয়টি নিয়ে গতকাল বৃহস্পতিবার সরেজমিনে ওই এলাকায় গিয়ে জানা গেছে ঘটনাটি জানাজানি হওয়ায়, তড়িঘড়ি করে কারখানাটি ভেঙ্গে সরিয়ে নেয়া হয়েছে।
দক্ষিন বাসুদেবপুর গ্রামের ফয়জুর রহমান মুকুল,বলেন গতকাল বৃহস্পতিবার তার গাই বাছুরসহ ২টি গরু মারা গেছে,এর আগে ৩০ নভেম্বর তার আরো ৩টি গরুর মারা গেছে,একই ভাবে গত ২৭ নাভেম্বর একই গ্রামের বাদশা মিয়ার দুটি গরু,সোহেল রানার ১টি ও হাফিজের ১টি গরু সহ ওই গ্রামে গত সাতদিনে প্রায় ১০টি গরু মারা গেছে।
এছাড়াও মহেষপুর গ্রামের বাসিন্দারা বলেন,ওই গ্রামের জাকিরের ১টি,শফিকুলের ১টি,বেলালের ১টি,মুক্তারের ২টি,মজিবরের ২টি সহ ওই গ্রামের ১০টি গরু মারা গেছে। এ নিয়ে দুই গ্রামের প্রায় ২০টি গরু মৃত্যু হয়েছে। এই ভাবে একের পর এক গবাদি পশুর মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছেন গ্রামের সাধারণ কৃষকরা।
ক্ষতিগ্রস্থ গ্রামবাসীরা জানায়,মাঠের মধ্যে একটি অস্থায়ী ব্যাটারী কারখানা তৈরী করার পর থেকে ওই মাঠে চলাচল করা গরু গুলোর এই সম্যসা দেখা দিচ্ছে। এছাড়া পশু চিকিৎসকগণ ব্যটারীতে ব্যবহারীত শিশার বিষক্রিয়ার কারনে গরু গুলোর মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করছেন। এঘটনায় বর্তমানে ওই এলাকার অনেক গরু এথনও অসুস্থ অবস্থায় রয়েছে। কেউ কেউ আতঙ্কে গরু বিক্রি করে দিচ্ছেন,কেউ আবার গরু জবাই করছেন।
মুঠো ফোনে যোগাযোগ করা হলে কারখানার জমির মালিক প্রভাষক দুলাল বলেন,কারখানার জন্য জমিটি ভাড়া দেয়া হয়,বেশ কিছু দিন আগে এলাকাবাসীর অভিযোগের কারনে সেটি বন্ধ করে দেয়া হয়েছে। গরু মারা যাওয়ার বিষয়ে তিনি বলেন, অল্প কয়েকেটি গরু মারা গেছে,কারখানার কারনে তেমন ক্ষতি হওয়ার কথা নয়,বিভিন্ন রোগের কারনেও গরু গুলো মারা যেতে পারে। বিষয়টি তিনি নিজেই খতিয়ে দেখবেন।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সরেজমিনে ওই এলাকায় গিয়ে দেখা গেছে সেখানে একটি ব্যাটারী কারখানা রয়েছে। ওর পাশে কারখানার বর্জ্য ফেলা হয়েছে,প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে,সেখানে যে গরু গুলো ঘাস অথবা খড় খেয়েছে,বিষক্রিয়ার কারনেই ওই গরু গুলোর মৃত্যুর ঘটনা ঘটতে পারে। জয়পুরহাট থেকে আমাদের একটি বিশেষ টিম আসছে,তারা এসে বিষয়টি পরিক্ষা নিরিক্ষা করে দেখবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন বলেন, বিষয়টি শুনেছি,এবিষয়ে প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে কথা হয়েছে,দ্রুত বিষয়টি নিয়ে আমাদের একটি তদন্ত টিম সেখানে যাবে,তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ