বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় আল্পনা (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলার ভজনপুর ইউনিয়নের গোলাব্দিগছ গ্রামে এ ঘটনাটি ঘটে। আল্পনা একই গ্রামের মোমিনের স্ত্রী। তবে স্থানীয়রা মৃত্যুটি রহস্যজনক বলে ধারণা করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মোমিন ও আল্পনার প্রায় ১ বছর আগে বিয়ে হয়। দুজনেই নতুন করে আলাদা বাড়ি করে থাকতো। গতকাল সকালে বাড়ির কাজ শেষে বাইরে যায় মোমিন। সকাল ১১টায় বাড়ি ফিরে আল্পনার ফাঁস লাগা অবস্থায় রান্না ঘরে লাশ ঝুলতে দেখে চিৎকার করে। দ্রæত স্থানীয়রা লাশটি দেখে ইউপি চেয়ারম্যানসহ থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া বলেন, লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে বিস্তারিত মৃত্যুর কারণ জানা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।