বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তার নিঃশর্ত মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে রাজশাহী মহানগর মহিলা দল মৌন মিছিল ও সমাবেশ করে।
গতকাল বুধবার নগরীর মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ের সামনে থেকে রাজশাহী মহানগর মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট রওশন আরা পপি এর নেতৃত্বে মৌন মিছিল বের হয়। তারা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার জন্য এগিয়ে যেতে থাকলে পুলিশ তাদের বাধা প্রদান করেন। এসময়ে মহিলা দলের নেতৃবৃন্দের সাথে পুলিশের বাকবিতÐা হয়।
মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট রওশন আরা পপি’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রিন্সিপাল সকিনা খাতুনের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন মহিলা দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি, সিনিয়র সহ-সভাপতি মোসাম্মদ নুরুন্নাহার বেগমসহ অনেকে উপস্থিত ছিলেন।
সভাপতি বক্তব্যে বলেন, এই সরকার ক্ষমতার অপব্যবহার জোর করে বেগম জিয়াকে বিনা অপরাধে সাজা প্রদান করেছে। তিলে তিলে তাকে মেরে ফেলার ষড়যন্ত্র করছে বলে উল্লেখ করেন তিনি। এই সমাবেশ থেকে তিনি বেগম জিয়ার মুক্তি ও দ্রæত সময়ের মধ্যে বিদেশে চিকিৎসার দাবি জানান পপি। আর দাবি না মানলে রাজশাহী মহানগর মহিলাদল বিএনপি’র সাথে থেকে কঠোর আন্দোলন করবেন বলে হুঁশিয়ারী দেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।