Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার যথাযথ চিকিৎসা ও সুস্থতা কামনায় ইবির জিয়া পরিষদের দোয়া ও মাহফিল

ইবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০২১, ৫:৫৯ পিএম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যাথাযথ চিকিৎসা ও সুস্থ্যতা কামনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদ দোয়া মাহফিলের আয়োজন করেছে। বুধবার বেলা ১১ টায় অনুষদ ভবনের শিক্ষক লাউঞ্জে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পরিষদের অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন। দোয়া পূর্ববর্তী আলোচনায় তারা বলেন, দীর্ঘদিন যাবত খালেদা জিয়া অসুস্থ্য থাকলেও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আবেদন করা হলেও সরকার বিষয়টি তিনি এড়িয়ে যাচ্ছে। তারা খালেদা জিয়ার যথাযথ চিকিৎসার দাবি করেন। পরে তার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা।

এসময় সংগঠনের সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, প্রফেসর ড. মনজুরুল হক, প্রফেসর ড. অলী উল্লাহ, প্রফেসর ড. মিজান, প্রফেসর ড. মনজুরুল হক, প্রফেসর ড. আব্দুল মালেক, প্রফেসর ড. আতিকুর রহমান, প্রফেসর ড. ইয়াকুব আলী, প্রফেসর ড. নূরুন নাহার, প্রফেসর ড. আব্দুস সাহেদ মিয়া, প্রফসর ড.
এবি এম জাকির, প্রফেসর ড. এবি এম জাকির, প্রফেসর ড. রফিকুল ইসলাম, প্রফেসর ড প্রফেসর ড. রাশেদুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. ইদ্রিস আলী

এ ছাড়াও আজ সংগঠনটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন ২০২২ উপলক্ষে জিয়া পরিষদের প্রার্থী নির্ধারণ করা হয়। এতে সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রফেসর ড. মিজানুর রহমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ