রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চট্টগ্রামের আনোয়ারা-সাতকানীয়া সংসদীয় আসনের সাবেক এমপি, সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলার বৈরাগ ইউনিয়নের বন্দর এলাকার বাসিন্দা এডভোকেট শাহাদাত হোসেন চৌধুরী (৮১) গত সোমবার রাত আটটায় চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ১ ছেলে ১ মেয়েসহ অসংখ্য নিকট স্বজন রেখে যান। গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় আনোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ও দুপুর ২টায় নিজ বাড়ি বৈরাগ ইউনিয়নের বন্দর এলাকায় মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুম শাহাদত হোসেন চৌধুরী ১৯৭৯ সালে আনোয়ারা-পশ্চিম পটিয়া আসন হতে জাতীয় সংসদ সদস্য ও ১৯৮৫ সালে আনোয়ারার প্রথম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এছাড়া তিনি আনোয়ারার ১ নং বৈরাগ ইউনিয়নের ৪ বার চেয়ারম্যান নির্বাচিত হয়ে ছিলেন।
তিনি দায়িত্বে থাকা অবস্থা আনোয়ারায় রাস্তা-ঘাট নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনসহ ব্যাপক উন্নয়ন করেছিলেন। একজন সৎ রাজনীতিবিদ হিসেবে সবার মাঝে পরিচিত ছিলেন। এমপির মৃত্যুতে স্থানীয় এমপি ও ভ‚মিমন্ত্রী আলহাজ সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, আনোয়ারা উপজেলা আ.লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এমএ মালেক, ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদুয়ানুল করিম চৌধুরী সায়েম, আনোয়ারা প্রেসক্লাবের নেতৃবৃন্দ পৃথক পৃথকভাবে শোক প্রকাশ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।