Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমন চাল সংগ্রহ শুরু

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০২১, ১২:০৪ এএম

চলতি আমন মওসুমে নেত্রকোনায় অভ্যন্তরীণ আমন সিদ্ধ চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। এ উপলক্ষে নেত্রকোনা জেলা খাদ্য অফিসের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে শহরের বারহাট্টা রোডস্থ সদর খাদ্যগুদামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে চাল সংগ্রহের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকারিয়া মুস্তফা, সদর নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, জেলা চালকল সমিতির সভাপতি হাজী এইচ আর খান পাঠান সাখি, সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমরুল কায়েস, জেলা কৃষকলীগ সভাপতি মো. শহীদ উদ্দিনসহ অন্যন্য মিল মালিকরা। জেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, চলতি মওসুমে ৪০ টাকা কেজি দরে নেত্রকোনায় ১৯ হাজার ৭শ’ ৮৯ মেট্রিকটন আমন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ