Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিরাপদ ওয়্যারহাউজ ব্যবস্থাপনায় পুরস্কৃত হলো ডিএইচএল

প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : ২০০০ দিন ধরে নিরবচ্ছিন্ন, দূর্ঘটনামুক্ত লজিস্টিক ব্যবস্থাপনা সেবা সংক্রান্ত সেবা দেয়ায় ডিএইচএল গেøাবাল ফরওয়ার্ডিং বাংলাদেশ-কে পুরষ্কৃত করেছে নেসলে বাংলাদেশ লিমিটেড। নেসলে বাংলাদেশ লিমিটেড-এর স্টেফান নর্দের হাত থেকে ক্রেস্ট তুলে নেন ডিএইচএল গেøাবাল ফরওয়ার্ডিং বাংলাদেশ-এর কান্ট্রি ম্যানেজার নুরুদ্দিন চৌধুরী। এ সময় নেসলে বাংলাদেশ লিমিটেড-এর ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ২০০০ দিন ধরে নুরুদ্দিন চৌধুরীর অসাধারণ নেতৃত্বে নিরাপদ কর্মপরিবেশ বজায় রাখায় ডিএইচএল গেøাবাল ফরওয়ার্ডিং বাংলাদেশকে পুরষ্কারে ভ‚ষিত করা হয়েছে। সেরা নিরাপদ ব্যবহার এবং সেরা নিরাপদ কর্ম প্রক্রিয়া বজায় রাখায় ডিএইচএলের কর্মীদের স্বীকৃতি দিয়েছে নেসলে বাংলাদেশ লিমিটেড। নেসলে-এর ব্যবস্থাপনা পরিচালক স্টেফান নর্দে বলেন, নেসলে-তে নিরাপদ ব্যবস্থাপনায় আমরা অনেক গুরুত্ব দিয়ে থাকি এবং আমাদের ডিস্ট্রিবিউশন সেন্টারে দক্ষতার সঙ্গে নিরাপদ কর্ম পরিবেশ বজায় রাখায় আমরা ডিএইচএল-কে গুরত্বের সঙ্গে বিবেচনা করছি। ডিএইচএল গেøাবাল ফরওয়ার্ডিং বাংলাদেশ-এর কান্ট্রি ম্যানেজার নুরুদ্দিন চৌধুরী বলেন, নিরাপত্তার বিষয়টি ডিএইচএল-এ সবচেয়ে গুরুত্বপূর্ণ। কর্মী ও গ্রাহকদের জন্য আমরা এই নিরাপত্তার মানদন্ডের পাশাপাশি দূর্ঘটনামুক্ত কর্মপরিবেশ সর্বদা বজায় রাখার ব্যাপারে দৃঢ়-প্রতিজ্ঞ। স বিজ্ঞপ্তি



 

Show all comments
  • Lokman ২৪ নভেম্বর, ২০১৬, ৯:৫২ পিএম says : 0
    খুবই ভাল।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিরাপদ ওয়্যারহাউজ ব্যবস্থাপনায় পুরস্কৃত হলো ডিএইচএল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ