পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট ডেস্ক : অশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস ও কয়লার মূল্য আগামী বছর ২৫ শতাংশ বেড়ে যেতে পারে বলে বিশ্বব্যাংকের সর্বশেষ কমোডিটি মার্কেট আউটলুকে বলা হয়েছে। জুলাইয়ের রিপোর্টের চেয়ে সংশোধিত প্রতিবেদনে এ ব্যাপক মূল্য বৃদ্ধির আভাস দেয়া হয়েছে। পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলো (ওপেক) দীর্ঘদিন পরে উৎপাদন সীমিত করার প্রস্তুতি নেয়ায় অশোধিত জ্বালানি তেলের মূল্য ব্যারেল প্রতি বেড়ে ২০১৭ সালে ৫৫ ডলার দাঁড়াবে বলে বিশ্বব্যাংক এ পূর্বাভাস দিয়েছে। জুলাইয়ে দেয়া প্রতিবেদনে এ মূল্য ধরা হয়েছিল ৫৩ ডলার। কমোডিটি মার্কেট আউটলুকের সিনিয়র অর্থনীতিবিদ এবং লিড অথার জন বাফেজ বলেন, আমরা ধারণা করছি আগামী বছর অশোধিত তেলের মূল্য বৃদ্ধি জ্বালানি মূল্য বাড়িয়ে দেবে। উল্লেখ্য, অশোধিত তেলের মূল্য চলতি বছর গড়ে ব্যারেল প্রতি ৪৩ ডলার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।