প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
১ ডিসেম্বর ‘মুক্তালয় নাট্যাঙ্গন’-এর ২৫ বছর পূর্তি। ঐদিন সন্ধ্যা ৫.৩০টা থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আমিনুল হক আমীন রচিত ও নির্দেশিত স্বল্পদৈর্ঘ্য নাটক ‘চতুর ভোলা’ মঞ্চায়ন এবং থিয়েটার আড্ডার আয়োজন করা হয়েছে। একই সাথে ‘মুক্তালয় নাট্যাঙ্গন সম্মাননা পদক ২০২১’ প্রদান করা হবে। এবারে এ সম্মাননা পদক পাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত, মঞ্চ, টেলিভিশন অভিনেত্রী নার্গিস। আরও থাকছে মঞ্চের পেছনের কলাকূশলীদের জন্য সম্মাননা স্মারক। ২৫ বছর পূর্তি অনুষ্ঠানটি সকলের জন্য উন্মোক্ত থাকবে। বাংলাদেশের গ্রুপ থিয়েটার অঙ্গনে ‘মুক্তালয় নাট্যাঙ্গন’ দীর্ঘ ২৫ বছর ধরে নাট্যচর্চা করে আসছে। এ পর্যন্ত ১১টি নাটকের দুই শতাধিক মঞ্চায়নের মাধ্যমে দেশের নাট্যাঙ্গনে অবদান রাখতে সক্ষম হয়েছে মুক্তালয়। উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে আমিনুল হক আমীন রচিত ও নির্দেশিত ‘ফাঁদ’, ‘রক্তঝরা দিনগুলি’, ‘আর কলঙ্ক নয়’, ‘ইসকুলে ভর্তি হই এখনি’, ‘ঘুন’, ‘মুক্তি’ ইত্যাদি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।