Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

হিজড়ার ভূমিকায় অভিনয় ছিল ভুল সিদ্ধান্ত -এডি রেডমেইন

| প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০২১, ১২:০৬ এএম

ব্রিটিশ অভিনেতা এডি রেডমেইন জানিয়েছেন ২০১৫’র ‘দ্য ড্যানিশ গার্ল’ ফিল্মে হিজড়ার ভূমিকায় অভিনয় করা ছিল তার ভুল সিদ্ধান্ত। ‘দ্য ড্যানিশ গার্ল’ ফিল্মে তৃতীয় লিঙ্গ মানুষ লিলি এলবের ভূমিকায় অভিনয় করে রেডমেইন শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে অস্কার মনোনয়ন পেয়েছিলেন। এই ভূমিকায় অভিনয় সেই সময় বেশ বিতর্কের জন্ম দিয়েছিল। অনেক সমালোচকের মত ছিল একজন তৃতীয় লিঙ্গের শিল্পীরই চরিত্রটি করা যুক্তিযুক্ত ছিল। এবং ‘দ্য থিওরি অফ এভরিথিং’ ফিল্মের অভিনেতা এই মতের সঙ্গে একমত। “না মনে হয় না এখন হলে আমি চরিত্রটি গ্রহণ করতাম। আমি পুরো সদিচ্ছা নিয়েই ফিল্মটিতে অভিনয় করেছি, তবে আমি মনে করি সেটা ছিল ভুল সিদ্ধান্ত,” রেডমেইন বলেন। “কাস্টিংয়ের এই হতাশার পেছনের কারণ হল অনেকেই তাদের প্রাপ্য ,মর্যাদা লাভ করে না। এক ধরণের ভারসাম্য প্রয়োজন। নয়তো আমরা এই বিতর্ককে জিইয়েই রাখব,” সানডে টাইমসকে তিনি বলেন। ‘দ্য থিওরি অফ এভরিথিং’ ফিল্মে বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের ভূমিকায় অভিনয় করে তিনি ২০১৫তে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে অস্কার জয় করেন। বর্তমানে তিনি লন্ডনের প্লেহাউস থিয়েটারে ‘ক্যাবারে’ নাটকে অভিনয় করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ