Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধামরাইয়ে সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০২১, ১২:০৭ এএম

ঢাকার ধামরাই উপজেলার জনগুরুত্বপূর্ণ ফোটনগর হতে খড়ারচর বাজার পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার রাস্তাটি গতকাল পুণনির্মাণ কাজে উদ্বোধন করা হয়েছে। মানবিক সহায়তা কর্মসূচির আওতায় গৃহ নির্মাণের জন্য ঢেউটিন ও গৃহ মঞ্জুরী বাবদ (চেক) অর্থ এবং শতাধিক লোকের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকীর সভাপতিত্বে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহমদ প্রধান অতিথি থেকে হতদরিদ্রদের মাঝে এসব বিতরণ করেন। এ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, ভাইস চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, কুল্লা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান লুৎফর রহমানসহ আরো অনেকেই। এর আগে সকালে উপজেলার জনগুরুত্বপূর্ণ ফোটনগর হতে খড়ারচর বাজার পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার রাস্তাটি পুণনির্মাণ কাজে উদ্বোধন করা হয়েছে। এ রাস্তা মেরামতের জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১১ কোটি টাকা। এসময় আ.লীগের নেতাকর্মীসহ এলাকার জনগণ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ