Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রচারনায় এগিয়ে পারভেজ চেয়ারম্যান

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০২১, ৫:০০ পিএম

পঞ্চম ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাভারের উপজেলার ১১টি ইউনিয়নের নির্বাচন। সোমবার অনেকেই আওয়ামীলীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এবারের নির্বাচনে কয়েকজন প্রার্থী বদল হওয়ার গুঞ্জন শুনাযাচ্ছে। এরমধ্যে পাথালিয়া ইউনিয়ন বাসির জনপ্রিয় পারভেজ দেওয়ানকেই পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী।

তৃণমূলে জনপ্রিয়তায়ও এগিয়ে থাকা মো: পারভেজ দেওয়ানের প্রচার প্রচারনায় কোন কমতি নেই।
এলাকাবাসী জানায়, এই ইউনিয়নে পারভেজ দেওয়ানের কোনো বিকল্প নেই। তিনি এলাকায় উন্নয়নমূলক কাজ করেছেন। এবারের নির্বাচনে তাকে চেয়ারম্যান হিসেবে চান তারা।
পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর প্রতি আমাদের আস্থা রয়েছে। জনগণের উন্নয়নের জন্য যা যা করা দরকার সব করে যাচ্ছেন বর্তমান চেয়ারম্যান পারভেজ।
ইতোমধ্যে তার পক্ষে নেতাকর্মী ও ভোটাররা মাঠে নেমে প্রচারণা চালাচ্ছেন।

 



 

Show all comments

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ