Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কারাগারে থেকেও বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

খুলনার তেরখাদা উপজেলার ছাগলাদহ ইউনিয়ন পরিষদের নির্বাচনে কারাগারে থেকেও বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের এসএম দীন ইসলাম। তিনি জোড়া হত্যা মামলায় দীর্ঘদিন ধরে খুলনা জেলা কারাগারে রয়েছেন। গতকাল রোববার তাকে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। তিনি পেয়েছেন ৫৮৮২ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৩৭৩০ ভোট।
২০১৯ সালের ৭ আগস্ট রাত সাড়ে ৩টার দিকে খুলনার তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের পহরডাঙ্গা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নাঈম শেখ নামের এক যুবককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এসময় গুরুতর আহত হন নাঈমের বাবা হিরু শেখ। পরে তিনিও চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই জোড়া হত্যা মামলায় এসএম দীন ইসলাম দীর্ঘদিন কারা অন্তরীন রয়েছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ