বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শরীয়তপুর জেলা সংবাদদাতা : শরীয়তপুরে ইজতেমা ময়দানে আজিজুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি বগুড়ায়।আজ শুক্রবার সকালে আজিজুর রহমানের ইজতেমার সঙ্গীরা ঘুম থেকে জেগে তাঁকে মৃত বলে শনাক্ত করেন।
ইজতেমা ময়দানে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবদুল হান্নান জানান, বৃহস্পতিবার রাতে বয়ান শুনে সঙ্গীদের সঙ্গে ঘুমিয়ে ছিলেন আজিজুর রহমান। সকালে ঘুম থেকে না ওঠায় সঙ্গীরা তাঁকে ডাকতে গিয়ে দেখেন, তিনি সাড়া দিচ্ছেন না। পরে ইজতেমা ময়দানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।আজিজুর রহমানের লাশ তাঁর গ্রামের বাড়ি বগুড়ায় পাঠিয়ে দেয়া হয়েছে।
এবারই প্রথমবারের মতো শরীয়তপুরের কীর্তিনাশা নদীর তীরে এ ইজতেমা শুরু হয়। বৃহস্পতিবার বাদ জহুর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়।
১৩ ফেব্রুয়ারি শনিবার দুপুর ১২টায় আখেরি মোনাজাতের মাধ্যমে শরীয়তপুরের আঞ্চলিক ইজতেমা শেষ হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।