প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
জনপ্রিয় চিত্রনায়ক প্রযোজক ও শিল্পপতি অনন্ত জলিল এখন তার নতুন সিনেমা ‘নেত্রী দ্য লিডার’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ সিনেমাটি তার জন্য চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর শুটিংয়ের কাজ, সার্বিক ব্যবস্থাপনা সর্বোপরি সিনেমায় তার চরিত্রটিকে যথাযথভাবে ফুটিয়ে তোলা নিয়ে তিনি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। এজন্য তিনি কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। সবকিছু নিখুতভাবে করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি দর্শক যাতে সিনেমাটি নিয়ে বিরূপ মন্তব্য করতে না পারে, এ বিষয়টিও খেয়াল রাখছেন। অনন্তত বলেন, সিনেমায় অভিনয় করছি, প্রডিউস করছি। পাশাপাশি কনসেপ্ট ও কস্টিউমের কাজও করছি। সব ম্যানেজমেন্ট দেখাশোনা করতে গিয়ে বিস্তর মাথাঘামাতে হচ্ছে। নিজের চরিত্রটি কিভাবে পারফেক্টলি উপস্থাপন করা যায়, তা নিয়ে দিন-রাত চিন্তা করতে হচ্ছে। তিনি বলেন, একজন নেত্রীর নিরাপত্তা দেয়ার দায়িত্বে থাকা বডিগার্ডের আচরণ, কর্মকাণ্ড কেমন হয়, তা নিয়ে চিন্তা করে কাজ করছি। চরিত্রটিতে অভিনয় করতে গিয়ে খুবই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। নেত্রীকে সব সময় প্রোটেকশন দেয়া, যথাযথভাবে প্রোটোকল দেয়া হচ্ছে কিনা, এসব বিষয় নিয়ে ভাবতে হচ্ছে। সিনেমাটির স্ক্রিপ্ট আমার লেখা, পুরো অ্যারেঞ্জমেন্টও আমার করা। এই বিশাল কর্মযজ্ঞ সামলে যখন ক্যামেরার সামনে দাঁড়াই, তখন নিজের চরিত্রের ধরণ উপস্থাপন করতে গিয়ে অনেক সময় চিন্তার ব্যাঘাত ঘটে। পুনরায় তা ঠিক করতে হয়। অনন্ত বলেন, কাজটি করতে গিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হলেও উপভোগ করছি। একটি ভালো কাজ হচ্ছে, এটা মনে হলে সান্ত¦না পাই। আসলে আমি সব সময় চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। আমার আগের সবগুলো সিনেমায় আপনারা দেখেছেন, আমি কতটা পরিশ্রম ও চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছি। স্টান্ট দৃশ্যে কোনো ডামি ব্যবহার করিনি। নিজেই অত্যন্ত ঝুঁকিপূর্ণ শট দিয়েছি। এসব শট দিতে গিয়ে মারাত্মক আহতও হয়েছি। তারপরও পিছপা হইনি। কারণ, ডামি দিয়ে আমি দর্শকদের সাথে প্রতারণা করতে চাইনি এবং চাইও না। নেত্রী দ্য লিডারেও আমার চরিত্রটি চ্যালেঞ্জিং। তবে এ চরিত্রটি অন্যসব চরিত্র থেকে একেবারেই আলাদা। অনেক ভাবতে হচ্ছে। দর্শক যাতে মনে না করে, চরিত্রটি যথাযথভাবে ফুটে ওঠেনি। এজন্য আমাকে দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিতে হয়েছে। উল্লেখ্য, সিনেমাটিতে নেত্রী চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় চিত্রনায়িকা বর্ষা। এছাড়া ভারতের বেশ কয়েকজন নামকরা অভিনেতা ও কলাকুশলী রয়েছেন। সিনেমাটির শুটিং এখন বাংলাদেশে হচ্ছে। কিছু শুটিং ভারতের চেন্নাইতে হয়েছে। বাকি শুটিং তুরস্কে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।