Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তৃতীয়বারের মতো মাইলস ছাড়ার ঘোষণা দিলেন শাফিন আহমেদ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

আবারও জনপ্রিয় ব্যান্ডদল মাইলস ছাড়ার ঘোষণা দিয়েছেন দলটির অন্যতম সদস্য শাফিন আহমেদ। এর আগে ২০১০ সালের শুরুর দিকে ব্যক্তিগত কারণ দেখিয়ে মাইলস থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন তিনি। যদিও কয়েকমাস পর আবার দলে ফিরেন। এরপর ২০১৭ সালে অক্টোবরে হঠাৎ করে আবারও মাইলস ব্যান্ড ছেড়ে দেয়ার ঘোষণা দেন তিনি।কয়েকমাস পর দ্বন্দ্ব ভুলে দলে ফিরেছিলেন। এবার তৃতীয়বারের মতো মাইলস ছাড়ার ঘোষণা দিলেন শাফিন আহমেদ। একইসঙ্গে মাইলস ব্যান্ডের সব কার্যক্রম স্থগিত চেয়েছেন তিনি। গত শনিবার দিবাগত রাতে শাফিন আহমেদের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করা হয়। প্রায় দুই মিনিটের সেই ভিডিওতে মাইলসের সঙ্গে নিজের বর্তমান স¤পর্ক ব্যাখ্যা করে জানিয়েছেন, মাইলসের বর্তমান লাইনআপের সঙ্গে কাজ করতে চান না তিনি। তিনি বলেন, মাইলসের সাথে আমার পথচলার ৪০ বছর পার হয়ে গেছে। অনেক বছর সময় দিয়েছি। শ্রম দিয়েছি। অনেক ক্রিয়েটিভ কাজ হয়েছে। মাইলসের যে অবস্থান আজকে, এটার পেছনে আমার কতটুকু অবদা, সেটা আপনারা অনেকেই জানেন। তিনি বলেন, সম্প্রতি একটি সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হয়েছি। সেটা হচ্ছে, এ বছরের শুরুত আমি সিদ্ধান্ত নিই, মাইলসের বর্তমান লাইনআপের সঙ্গে কোনো কার্যক্রম করা আমার পক্ষে সম্ভব হবে না। তাই এই লাইনআপের সঙ্গে মিউজিক করা থেকে বিরত থাকব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ