রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঝালকাঠি-১ ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি সদস্য আলহাজ বজলুল হক হারুন এমপি বলেছেন, বর্তমান সরকার মানবতার কল্যানে কাজ করে যাচ্ছে, গোটা দেশ আজ ডিজিটাল নেট ওয়ার্কের আওতায়, জননেত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের সকলে মানবতার কল্যানে কাজ করে যাচ্ছে, আধুনিক বাংলাদেশের রূপকার, ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রীর আইসিটি উপদেস্টা সজিব ওয়াজেদ জয় এর অবদান। গোটা দেশের মানুষ জানমালের নিরাপত্তাসহ সুখে শান্তিতে বসবাস করতেছেন। তিনি গতকাল রোববার সকাল ১১টায় রাজাপুর উপজেলা প্রশাসন আয়োজিত বিশেষ উন্নয়ন সমন্বয় ও আইন শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেনের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন রাজাপুর উপজেলা পরিষদ চেয়্যারম্যান অধ্যক্ষ মনির উজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, রাজাপুর সরকারি কলেজ অধ্যক্ষ গোলাম বারী খান, নবাগত ওসি পুলক চন্দ্র রায়, বীরমুক্তিযোদ্ধা আলহাজ মো. নুরুল ইসলাম খলিফা, প্রধান শিক্ষক কবি মাহমুদা খানম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দীনেশ চন্দ্র, সমাজ সেবা কর্মকর্তা মোঃ মোজাম্মেল, কৃষি কর্মকর্তা রিয়াজ উল্লাহ বাহাদুর, নির্বাচন অফিসার মোঃ আবু ইউসুফ প্রমুখ। বক্তারা- রাজাপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, রাজাপুরের জনগন জানমালের নিরাপত্তাসহ সুখে শান্তিতে বসবাস করছেন বলে উল্লেখ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।