রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে সুশীল সমাজের উদ্যোগে নির্বাচনোত্তর এক আলোচনা সভা বাড়বকুণ্ড বাজার এলাকায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল অনুষ্ঠিত এ সভায় সন্ত্রাস মাদক ও দুর্নীতি প্রতিরোধে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়। আলোচনা সভায় বাড়বকুণ্ড ইউনিয়নের স্থানীয়দের নিয়ে ঐক্যের ঘোষণা দেন আগত উপস্থিত রাজনৈতিক নেতারা। সমাজ সেবক ও ব্যবসায়ী জামাল উল্লার সভাপতিত্বে বাড়বকুণ্ড ইউনিয়ন আ.লীগের সদস্য সচিব মো. আইয়ুব আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান দিদারুল কবির দিদার। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আ.লীগের শ্রমবিষয়ক সম্পাদক ও বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ. জে. এম. মহসীন জাহাঙ্গীর। এতে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির এ.জে.এম বেলাল উদ্দিন। বক্তব্য রাখেন, জাপা নেতা সাবেক কাউন্সিলর মো. জহুরুল আলম, আ.লীগ নেতা মোহাম্মদ জসিম উদ্দিন, বেলায়েত হোসেন, মো. খোকন, ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মো. শহিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা মো. সাদমান প্রমুখ। এছাড়া বাড়বকুণ্ড ইউনিয়নের বিভিন্ন শ্রেনী-পেশার শতশত মানুষ এতে অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন এলাকায় মাদক, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত রাখতে হলে প্রথমে গ্রামবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। তাই মাদক, সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধে ৯টি ওয়ার্ডে কমিটি গঠন করা হবে। এরপর ইউনিয়ন কমিটিও ঘোষণা করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।