রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বিএনপি চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে প্রেরণের দাবিতে- জয়পুরহাটে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। গতকাল রোববার সকাল ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাট জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে এ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ শামছুল হক, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, গোলজার হোসেন ও আব্দুল ওয়াহাব, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান, জেলা যুবদলের আহবায়ক শাহনেওয়াজ কবির শুভ্র, যুগ্ম আহবায়ক আবু রায়হান উজ্জল প্রধান, জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সামস মতিন, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান, সাধারণ সম্পাদক মোক্তাদুল হক আদনান বক্তারা খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিৎ করার দাবি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।