বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ রাব্বী (২২) হত্যা মামলার রায় হবে আজ রোববার দুপুরে। আলোচিত এ হত্যা মামলার সব আসামির ফাঁসি চায় তার পরিবার। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর আদালতে এ রায় ঘোষণা করা হবে।
কুষ্টিয়া শহরের পিটিআই সড়কের বাসায় আবরারের মা রোকেয়া খাতুন শনিবার বিকেলে বলেন, ‘হত্যাকারীদের কঠিন শাস্তি নিশ্চিত করলে আর কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের এভাবে চলে যেতে হবে না। ওদের সর্বোচ্চ শাস্তি না হলে শিক্ষাপ্রতিষ্ঠানে হত্যাকাণ্ড চলতেই থাকবে। আমি তাদের ফাঁসি চাই’
চোখ মুছতে মুছতে আবরারের মা বলেন, ‘আজ আমার ছেলে গিয়েছে, কাল আরেক মায়ের বুক খালি হবে। আমার মতো আর যেন কোনো মায়ের কষ্ট নিতে না হয়।’
আবরারের মা সব আসামির মৃত্যুদণ্ডের আদেশের পাশাপাশি দ্রুত রায় কার্যকরের দাবি জানান।
আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ বলেন, ‘আমরা সর্বোচ্চ শাস্তির রায় আশা করছি। ভাইয়ের রায় শুনতে আব্বার সঙ্গে আমিও ঢাকায় যাব। আমাদের সঙ্গে পরিবারের আরও অনেকে যাবেন।’
২০১৯ সালের ৬ অক্টোবর দিবাগত রাতে বুয়েটের শেরেবাংলা হলের একটি কক্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা আবরারকে পিটিয়ে হত্যা করেন। এ ঘটনায় ১৯ জনকে আসামি করে ৭ অক্টোবর চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন আবরারের বাবা।
২০১৯ সালের ১৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মো. ওয়াহিদুজ্জামান ২৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।