Inqilab Logo

শনিবার , ০১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯, ০৯ রমজান ১৪৪৪ হিজরী

২ মাদককারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে : | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০২১, ১২:০৪ এএম

নারায়ণগঞ্জের সোনারগাঁও হতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব-১১। এসময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়। গত শুক্রবার সন্ধ্যায় আষাঢ়িয়ারচর এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা হলেন, মো. সায়েম এবং স্মৃতি আক্তার মিষ্টি। মো. সায়েম ময়মনসিংহের ভালুকা থানাধীন উড়াহাটি এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে। স্মৃতি আক্তার মিষ্টি গাজীপুরের শ্রীপুর থানার সিংড়াতলী এলাকার আবু সাঈদের মেয়ে। গতকাল শনিবার সিদ্ধিরগঞ্জের আদমজীতে র‌্যাব-১১ সদর দফতরে থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ অতিরিক্ত পুলিশ সুপার মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, আটককৃতরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে চালক ও যাত্রীর ছদ্মবেশে প্রাইভেটকারে বিভিন্ন কায়দায় গাঁজার বড় বড় চালান এনে রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় সরবরাহ করতো। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ২ মাদককারবারি গ্রেফতার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ