Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইবিতে প্রথম নারী ছাত্র উপদেষ্টা ড. শেলীনা নাসরীন

ইবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০২১, ৯:৫৯ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রতিষ্ঠাতার পর থেকে প্রথম নারী ছাত্র-উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রফেসর ড. শেলীনা নাসরীন। শনিবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অফিস সূত্রে, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রফেসর ড. শেলীনা নাসরীনকে ছাত্র-উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন প্রফেসর ড. শেখ আবদুস সালাম। ২৫ নভেম্বর পরবর্তী এক বছর তিনি দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি সকল সুযোগ সুবিধা পাবেন।

প্রফেসর ড. শেলীনা নাসরীন বলেন, ‘নিয়োগের বিষয়টি আমাকে এখনো জানানো হয়নি। যোগদান করবো কি-না ভেবে দেখবো।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ