বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভোলা জেলা সংবাদদাতা : আইন অমান্য করে ভোলা সদরের মেঘনা নদী থেকে ইলিশ ধরার দায়ে ১৭ জেলেকে আটক করেছে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের একটি দল।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মেঘনার তুলাতলী এলাকা থেকে তাদের আটক করা হয়।
এসময় ২০ কেজি মা ইলিশ, দু’টি ট্রলার ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোলা সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান ও কোস্টগার্ডের পেটি কর্মকর্তা মো. শামিমের নেতৃত্বে একটি দল মেঘনায় অভিযানে নামে। এসময় তুলাতলী পয়েন্টে দু’টি ট্রলারে ১৭ জেলেকে মাছ শিকার করতে দেখে তাদের আটক করা হয়।
ভোলা সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান জানান, আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হবে। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস এবং মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।