Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুন্সীগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা

প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

মুন্সীগঞ্জ জেলা সংবাদদাতা : মুন্সীগঞ্জে মিতু (৩৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছেন নেশাগ্রস্থ স্বামী মিন্টু (৪০)। তিন সন্তানের জননী মিতু পশ্চিম আলদি গ্রামের কাশেম সিকদারের মেয়ে।

বৃহস্পতিবার মধ্যরাতে রিকাবি বাজারের নৈদিঘির পাথরে এ ঘটনা ঘটে।

পুলিশ ঘাতক স্বামী মিন্টুকে শুক্রবার সকালে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের বাইরের গেট থেকে গ্রেফতার করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী মিন্টু নেশা করতেন। এই নিয়ে মিতুর সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। মিতুকে মারধর করতেন। কয়েকদিন আগে মিতু পশ্চিম আলদি গ্রামে বাবার বাড়িতে গিয়েছিলেন।

এদিকে নেশার টাকা জোগাতে ঘরের ৪০ হাজার টাকা দামের শোকেস ১০ হাজার টাকায় বিক্রি করে দেন। এ কথা শুনে মিতু বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি আসেন। এই নিয়ে রাতে স্বামীর সঙ্গে ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামীর কোপের আঘাতে মিতু মারা যান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ