রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আনোয়ারার খোর্দ্দ গহিরা থেকে গত শুক্রবার রাতে এক লাখ ২৮ হাজার ৫০ পিস ইয়াবাসহ মান্নান (৪৫) নামে এক ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। আব্দুল মান্নান (৪৫) উপজেলার গহিরা এলাকার মৃত ছালেহ আহম্মদের পুত্র। জব্দ করা ইয়াবার বাজার মূল্য আনুমানিক ৩ কোটি ৯০ লাখ টাকা বলে জানা যায়। তার বিরুদ্ধে গতকাল শনিবার দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আনোয়ারা থানায় হস্তান্তর করার পর তাকে আদালতে প্রেরণ করা হয়। র্যাব সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা রায়পুর এলাকায় অভিযান চালিয়ে আবদুল মান্নানকে গ্রেপ্তার করা হয়। পরে মান্নানের দেয়া তথ্য মতে তার বসত ঘরের খাটের নিচে দুইটি প্লাস্টিকের ব্যাগের ভেতর বিশেষ কায়দায় রাখা ইয়াবাগুলো জব্দ করা হয়েছে। আবদুল মান্নান প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে দীর্ঘদিন ধরে মায়ানমার থেকে সাগর পথ ব্যবহার করে ইয়াবা সংগ্রহ করতেন। পরে সেগুলো চট্টগ্রামসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক কারবারিদের কাছে পাচার করে আসছিলেন। আনোয়ারা থানার ওসি এসএম দিদারুল ইসলাম জানান, র্যাব-৭ এর অভিযানে উপজেলার গহিরা এলাকা থেকে ১ লাখ ২৮ হাজার ৫০ পিস ইয়াবাসহ আব্দুল মান্নান (৪৫) নামে এক ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করেছে।
তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।