রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ভোলায় যুবলীগ নেতা খোরশেদ আলম টিটু নিহতের ঘটনায় ভোলা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত শুক্রবার রাতে নিহতের ভাই বাদী হয়ে মদনপুর ইউপি নির্বাচনের বিদ্রোহীপ্রার্থী জামাল উদ্দিন সকেটকে প্রধান করে ১৬ জনের নামে এ হত্যা মামলাটি দায়ের করে। তবে এ ঘটনার মূল আসামি জামাল উদ্দিন সকেটকে এখন পর্যন্ত গ্রেফতার করতে না পারলেও গত রাতে হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি আবুল বসার (২৭) নামে একজনকে ধনিয়া কাঠির মাথা থেকে গ্রেফতার করে ভোলা সদর থানা পুলিশ। এমনকি এই ঘটনায় ব্যবহৃত একটি স্পিডবোর্ড জব্দ করা হলেও আটক করা যায়নি স্পিড বোর্ডের চালক কিংবা এর মালিককে। তবে পুলিশ বলছে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের পাশাপাশি হত্যাকান্ডে জড়িত মামলার মূল আসামিদের গ্রেপ্তারে পুলিশের পক্ষ থেকে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ভোলা সদর মডেল থানার ওসি এনায়েত হোসেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।