বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরিশালের মেহেদিগঞ্জ উপজেলার চর এককড়িয়া ইউনিয়নের লালখারাবাদ সংলগ্ন মেঘনা নদীর নাব্যতা সংকট নিরসনের দাবীতে শুক্রবার স্থানীয় সর্বস্তরের মানুষ মানববন্ধন করেছে। মেঘনা ও শাখা নদ-নদীগুলোতে নাব্যতা সংকটে লালখারাবাদ লঞ্চ টার্মিনালে দীর্ঘদিন ধরে যাত্রী ও পণ্যবাহী নৌযান চলাচল জোয়ারের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। স্থানীয় পন্টুনে যাত্রীবাহী নৌযানগুলো ভিড়তে পারছেনা। ট্রলারে করে মাঝ নদীতে নোঙ্গরে থাকা লঞ্চে উঠতে হচ্ছে। অবলম্বে নদী খনন করে এই জনসংকট নিরসনের দাবীতে শুক্রবার স্থানীয় এলাকাবাসী মানববন্ধন করে।
মানববন্ধনের আয়োজক চিত্রশিল্পী ও লেখক সাইফুল্লাহ নবীন জানান, দক্ষিণের বিভিন্ন রুটের ৪টি লঞ্চ ঢাকায় আসা-যাওয়ার পথে লালখারাবাদ লঞ্চঘাটে ভিড়ত। এবার শীত মৌসুমের শুরুতেই পন্টুন এলাকায় নাব্যতা সংকটে লালখারাবাদে কোন লঞ্চ ভিড়তে পারছে না। যাত্রীদের ট্রলারে নদীর মাঝে দাঁড়িয়ে থাকা লঞ্চে উঠতে হচ্ছে। লালখারাবাদ পন্টুনের অঅসেপাশের এলাকায় খনন করলেই এ সংকটের সমাধান হতে পরে।
মানববন্ধনে ইউনিয়ন পরিষদ সদস্য খালেদ মোশাররফ, সমাজসেবক কামরুল হাসান রাফি, আজিজুর রহমান বেপারী সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।