Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

শেরপুরে বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০২১, ৭:০১ পিএম

শেরপুরের শ্রীবরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শ্রীবরদী উপজেলা ও পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৬ নভেম্বর শুক্রবার বিকাল ৫ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শ্রীবরদী উপজেলা ও পৌর শাখার আয়োজনে শ্রীবরদী পশ্চিম বাজারে আব্দুর রহিমের ধানের খলায় এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সম্মেলনের শুভ উদ্বোধন করেন শেরপুর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মো. মাহমুদুল হক রুবেল।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির (ময়মনসিংহ বিভাগ) সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বেগম খালেদা জিয়ার যদি কিছু হয়ে যায় তাহলে বিএনপির জনগণকে সরকার আইন করে রেড এলাট করে পুলিশ দিয়ে দাবিয়ে রাখতে পারবে না। আমাদের দেশ নেত্রীকে জেলে রেখে ৫শ মানুষকে গুম করে ৩৫লক্ষ মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীকে রাজনীতি থেকে দুরে রাখা যাবে না। বাংলাদেশ মানে বেগম খালেদা জিয়া খালেদা জিয়া মানে গণতন্ত্র। আমরা মাঠে নেমেছি আমদের অধিকার আদায়ের জন্য আর অধিকার আদায় না করে মাঠ থেকে ঘরে ফিরে যাবো না।

শ্রীবরদী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির (ময়মনসিংহ বিভাগ) সহ-সাংগঠনিক ও জামালপুর জেলা বিএনপিসাধারণ সম্পাদক এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন, বিএনপির কেন্দ্রীয় কমিটির (ময়মনসিংহ বিভাগ) সহ-সাংগঠনিক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপিসাধারণ সম্পাদক মো. হযরত আলী। আব্দুল্লাহ আল মামুন দুলালের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন।

সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিলের মাধ্যমে শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি পদে আব্দুর রহিম দুলাল ও সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন দুলাল এবং পৌর বিএনপির সভাপতি পদে ফজলুল হক চৌধুরী অকুল ও আনিসুজ্জামান খোকনকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।
এছাড়াও বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ