বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভূমিকম্প চলাকালীন আতংকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের দুই তলা থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন হুসাইন নামের এক শিক্ষার্থী। আজ শুক্রবার ভোরে বিশ্ববিদ্যালয়ের আলাওল হলে এই ঘটনা ঘটে।
আহত হুসাইন বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের ১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
তিনি ইনকিলাবকে বলেন, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে পুরোনো একটি হল আলাওল। ভূমিকম্প চলাকালীন রুমের দেওয়াল এবং আসবাবপত্র গুলো অস্বাভাবিক ভাবে কাপছিল। অন্যদিকে ছাত্রদের চেঁচামেচি শুনে আরও ভয় পেয়ে যাই। দ্বিতীয় বার যখন আবার দেওয়ালগুলো কাঁপতে থাকে তখন ভয় পেয়ে বারান্দা থেকে লাফিয়ে পড়ি।
তিনি আরও বলেন,পড়ে গিয়ে ব্যালেন্স ঠিক রাখতে না পেরে কোমরে প্রচন্ড ব্যথা পেয়েছি। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল থেকে পেইনকিলার দেওয়া হয়েছে । তাছাড়া এক্সরে করার কথাও বলেছেন ডাক্তার।
১৯৬৭ সালে স্থাপিত হয় আলাওল হল। সংস্কারের অভাবে বহুদিনের পুরোনো হলটি হয়ে পড়েছে ঝুঁকিপূর্ণ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।