পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দুপচাঁচিয়ার পৌর মেয়র মো. জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের আদেশ অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট। এর ফলে জাহাঙ্গীর আলমের দায়িত্ব পালনো কোনো বাঁধা নেই। এ তথ্য জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার রূহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, সুপ্রিম কোর্টের আদেশের ফলে বগুড়ার দুপচাঁচিয়ার পৌর মেয়র মো. জাহাঙ্গীর আলমের দায়িত্ব পালনে আইনগত কোনো বাঁধা নেই। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বিভাগীয় বেঞ্চ এ আদেশ দেন। এ সময় সরকারপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী।
এর আগে দু’টি ফৌজদারি মামলার চার্জশিটে নাম আসায় স্থানীয় সরকার ২০২০ সালের ২৭ অক্টোবর বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার নির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলমের সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার প্রশাসন। পরে ওই বরখাস্ত-আদেশের বিরুদ্ধে হাইকোর্টে তিনি রিট করেন। শুনানি শেষে সাময়িক বরখাস্তের আদেশ অবৈধ ঘোষণা করেন। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করলে আপিল বিভাগ উপরোক্ত আদেশ দেন আপিল বিভাগ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।