পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি : অতিরিক্ত সচিব আহমদ শামীম আল রাজী গতকাল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এর চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন। এর আগে প্রাক্তন চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম গত মঙ্গলবার দায়িত্ব হস্তান্তর করেন। আহমদ শামীম আল রাজী একাদশ বিসিএস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। পর্রবর্তীতে মাঠ পর্যায়ে বিভন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন শেষে ২০১৫ সালে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে পরিচালক, ২০১৭ সালে শিক্ষা মন্ত্রণালয়ে যুগ্মসচিব হিসেবে যোগ দেন। ২০১৯ সালে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে যোগ দেন। সরকার ১ নভেম্বর ২০২১ বিআইডব্লিউটিসির চেয়ারম্যান পদে নিয়োগ দেয়। তিনি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড পৌরসভায় জন্মগ্রহণ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।