Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোলায় প্রাপ্ত প্রাকৃতিক গ্যাস এর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২১, ৫:১৭ পিএম | আপডেট : ৫:৫৯ পিএম, ২৪ নভেম্বর, ২০২১

“ভোলায় প্রাপ্ত প্রাকৃতিক গ্যাস এবং এর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে আমাদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৪ নভেম্বর) সকালে সামাজিক সংগঠন ব-দ্বীপ ফোরাম, ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশের যৌথ আয়োজনে ও আইসিডিএফ এর সার্বিক সহযোগিতায় ভোলা সদর উপজেলা কৃষি অফিস মিলনায়তনে এই গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা বলেন, ভোলায় প্রচুর পরিমান গ্যাস এর মজুদ রয়েছে। এই গ্যাসকে কাজে লাগিয়ে ভোলায় গড়ে উঠতে পারে শিল্পকারখানা ও ইপিজেড প্রতিষ্ঠান। ভোলা শাহবাজপুর গ্যাস ক্ষেত্র থেকে বাপেক্সের মাধ্যমে উত্তেলিত গ্যাসের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা এখন খুবই প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। যার মাধ্যমে ভোলার আর্থসামাজিক উন্নয়ন হবে। ভোলা এলাকায় বিদ্যমান সকল শ্রেণীর চাহিদা অনুযায়ী গ্যাস সংযোগ সরবরাহ করার পরে ও ১৯.৩৮ এমএসসিএফডি গ্যাস উদ্বৃত্ত থাকায় এবং ভোলা এলাকায় জাতীয় গ্যাস গ্রিড বর্হিভুত হওয়ায় ভোলার শাহবাজপুর গ্যাস ক্ষেত্র হতে উত্তেলিত গ্যাসের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে পারলে ভোলার আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। ভোলাবাসীর এই প্রাণের দাবী বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি ও জরুরী পদক্ষেপ কামনা করেন বক্তারা।
আলোচনা সভায় বক্তরা ৫ দফা দাবী তুলে ধরা হয়। দাবীগুলো হলোঃ
১। ভোলায় উত্তোলিত গ্যাস অগ্রাধিকার ভিত্তিতে গৃহস্থালী কাজের জন্য সংযোগ দেওয়ার ব্যবস্থা করা হোক। ২। ভোলার যানবাহনের জন্য সিএনজি গ্যাসের প্রক্রিয়া সম্পন্ন করা হোক। ৩। ভোলার সকল উপজেলায় অগ্রাধিকার ভিত্তিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করার পরে জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবরাহ করা হোক। ৪। গার্মেন্টস ফ্যাক্টরী ও ইপিজেড প্রতিষ্ঠায় তড়িৎ ব্যবস্থা গ্রহণ করা হোক। ৫। গ্যাস ও বিদ্যুৎ ভিত্তিক সকল প্রতিষ্ঠানে জনশক্তি হিসেবে ভোলাবাসীকে অগ্রাধিকার দিতে হবে।
বক্তরা আরো বলেন,২০১৩ সালে প্রাথমিক ভাবে বাসাবাড়িতে গ্যাস- সংযোগ পেতে শুরু করে ভোলাবাসী। সংযোগ দেওয়ার আগে পৌর সভায় ২০ কি.মি. এলাকায় গ্যাস পাইপলাইন টানার কাজ শেষ হয়। পরে আবার ২০১৬ সালে ভোলা- বোরহানউদ্দিন পৌর সভার ৪০ কি.মি. লাইন টানা হয়। পর্যায় ক্রমে সবাই গ্যাস সুবিধার আওতায় আনার কথা থাকলেও লাইন টানা ও রাইজার স্থাপনের মধ্যে সীমিত রয়েছে। ভোলাবাসী এখন সেই কাঙ্খিত গ্যাসের দেখা পাইনি। তাই দ্রুত বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেওয়ার দাবি জানান বক্তরা।
সভায় দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন বলেন, প্রাকৃতিক সম্পদ গ্যাস প্রকৃতি থেকে আমাদের দিয়েছেন। সেই ক্ষেত্রে এই গ্যাস ব্যবহার করার অন্যতম দাবিদার ভোলাবাসি। তাই ভোলার প্রতিটি ঘড়ে নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ নিশ্চিত করতে হবে।
তিনি আরো বলেন, ভোলা গ্যাস ভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে। তাই এখানকার গ্যাস,বিদূ্যুৎ,নিরাপত্তা,সস্তাশ্রম সব কিছু ব্যবসায়ীদের অনুকূলে। তাই ভোলার সম্ভাবনাকে কাজে লাগিয়ে ভোলা হতে পারে অর্থনৈতিক জোন। আলোচনা সভায় দৈনিক আজকের ভোলার সম্পাদক বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম গোলদার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, ঢাকাস্থ ভোলা সদর উপজেলা সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী গোলাম কিবরিয়া জাহাঙ্গীর, ভোলা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক, ভোলা জেলা কমিনিউস্ট পার্টির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক মোবাশ্বেরু উল্ল্যাহ চৌধুরী, ভোলা জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাচ্ছিন বিল্লাহ, ভোলা পৌরসভার প্যানেল মেয়র আসাদুজ্জামান জুম্মান, ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলন কমিটির সদস্য সচিব মোঃ আবদুল জলিল নান্টু, ভোলা নাগরিক অধিকার ফোরামের স¤পাদক ও এসএটিভি জেলা প্রতিনিধি এ্যাডভোকেট সাহাদাত শাহিন, ভোলা সদর ব্যবসায়ী সমিতির সভাপতি ও যমুনা টিভি জেলা প্রতিনিধি এইচএম জাকির প্রমুখ।
অনুষ্ঠানে রাজনীতিবিদ, সুশিল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী,শিক্ষার্থী সহ বিভিন্ন প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রবন্ধপাঠ করেন, ব-দ্বীপ ফোরামের প্রধান সমন্বয়কারী মীর মোশারেফ অমি। অনুষ্ঠান উপস্থাপন করেন, ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশের প্রধান সমন্বয়কারী আদিল হোসেন তপু ও বাল্যবিয়ে ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এম শাহরিয়ার জিলন।
এসময় আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট সংগীত শিল্পী মনির চৌধুরী, সিনিয়র সাংবাদিক মোকাম্মেল হক মিলন, আলতাজুর রহমান ডিগ্রি কলেজের প্রভাষক তানভীর রনি, হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম ভোলার সাধারণ সম্পাদক মোঃ হোসেন, ভোলা ব-দ্বীপ ফোরামের অন্যতম সদস্য রাজিব হায়দার প্রমুখ ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ