Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘মিস্টার বিন’-এর মৃত্যুর গুজবে নেটদুনিয়ায় তোলপাড়

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২১, ৪:১০ পিএম

আবারো ‘মিস্টার বিন’ খ্যাত ব্রিটিশ অভিনেতা রোয়ান অ্যাটকিনসনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। প্রায় প্রতি বছরই একবার করে তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ে। মঙ্গলবার আরও একবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে গুজব। সেখানে দাবি করা হচ্ছে, গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছেন তিনি। ফলে এই নিয়ে মোট চারবার তার মারা যাওয়ার গুজব ছড়াল।

রোয়ান অ্যাটকিনসনের মৃত্যুর খবর প্রথম ছড়ায় ফক্স নিউজ নামে একটি টুইটার হ্যান্ডল থেকে। সেখানে বলা হয়েছে, ‘মিস্টার বিন মাত্র ৫৮ বছর বয়সে গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন’। যাচাই না করেই মানুষ তা শেয়ার করতে থাকে সামাজিক মাধ্যমে। দ্রুত ছড়িয়ে পড়ে গুজব।

তবে এবার খুব সহজেই ধরা পড়েছে ভুয়ো খবরের সত্যতা। কারণ, ২০১৭ সালেও একই খবর ছড়িয়ে পড়েছিল। ব্রিটিশ অভিনেতা রোয়ান অ্যাটকিনসনের প্রকৃত বয়স ৬৬ বছর এবং তিনি জীবিত রয়েছেন।

২০১৬ সালেও অভিনেতার মৃত্যুর গুজব ছড়িয়েছিল। ‘আরআইপি রোয়ান অ্যাটকিনসন’ নামের একটি ফেসবুক পেজ থেকে দাবি করা হয়েছিল যে, ‘মিস্টার বিন’কে তার বাড়ির সামনে থেকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। তার আগে ২০১২ সালে একবার গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন অভিনেতা।

উল্লেখ্য, এর আগে মাইলি সাইরাস, জনি ডেপ, আর্নল্ড শোয়ার্জনেগার, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সানি লীন ও দীলিপ কুমারও একাধিকবার মৃত্যুবরণ করেছেন। এবং প্রতিবারেই প্রকাশিত হয়েছে তাদের মৃত্যুর গুজব। আদতে বহাল তবিয়তে আছেন প্রতিটি তারকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ