পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্টার : পুঁজিবাজারে বিভিন্ন কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। এসব কোম্পানির বোর্ডসভায় সমাপ্ত অর্থবছরে আর্থিক প্রতিবেদনের পাশাপাশি লভ্যাংশ ঘোষণা করা হবে। ডিএসই সূত্রে জানা গেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ২৭ অক্টোবর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ব্যাংকের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ওই প্রতিবেদন থেকে ব্যাংকের তৃতীয় প্রান্তিকের তথ্য পাওয়া যাবে। এনসিসি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ২৭ অক্টোবর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ব্যাংকের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ওই প্রতিবেদন থেকে ব্যাংকের তৃতীয় প্রান্তিকের তথ্য পাওয়া যাবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ২৭ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সূত্র জানায়, সভায় কোম্পানির ৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভা থেকে আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা। উল্লেখ্য, সায়হাম টেক্সটাইল ২০১৫ সালে ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। ঝিলবাংলা সুগারের বোর্ডসভা আগামী ২৬ অক্টোবর দুপুর ২টা ৪৫ মিনিটে, বিকন ফার্মার বিকেল ৩টায়, শ্যামপুর সুগারের বিকেল সাড়ে ৩টায়, রেনউইক যজ্ঞেশ্বরের বিকেলে সোয়া ৪টায় অনুষ্ঠিত হবে। সেন্ট্রাল ফার্মার বোর্ডসভা ২৭ অক্টোবর দুপুর ২টা ৪৫ মিনিটে, সিঅ্যান্ডএ টেক্সটাইলের বিকেল ৩টায়, আফতাব অটো বিকেল ৩টায়, স্ট্যান্ডার্ড সিরামিক বিকেল ৩টায়, এপেক্স স্পিনিং বিকেল ৩টায়, হামিদ ফেব্রিক্স বিকেল সাড়ে ৩টায়, নর্দার্ন জুট বিকেল সাড়ে ৩টায়, এপেক্স ফুডস বিকেল সাড়ে ৩টায় এবং আনোয়ার গ্যালভানাইজিংয়ের বোর্ডসভা বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। ড্যাফোডিল কম্পিউটার্সের বোর্ডসভা আগামী ৩০ অক্টোবর বিকেলে ৩টায় অনুষ্ঠিত হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।