Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরে অজ্ঞাত অসুস্থ বৃদ্ধের পাশে পুনাক

যশোর ব্যুরো : | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২১, ১২:০১ এএম

যশোর শহরের রেলগেট এলাকায় পড়ে থাকা অজ্ঞাত পরিচয় অসুস্থ বয়োবৃদ্ধর পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জা। গত সোমবার রাতে গণ্যমাধ্যমে বিষয়টি জানতে পেরে তিনি মানবিক দৃষ্টিতে বৃদ্ধর চিকিৎসার দায়িত্ব নেন। তাৎক্ষনিক বার্তা পেয়ে গত সোমবার রাতেই দ্রæত সময়ের মধ্যে অসুস্থ ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে স্থাসান্তর করে যশোর পুলিশ। এর আগে, যশোর শহরের রেলগেট এলাকায় পাঁচদিন ধরে সড়কের পাশে ফুটপাতে পড়ে থাকা অজ্ঞাত পরিচয় অসুস্থ বয়োবৃদ্ধর সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়। এরপর গত রবিবার দিবাগত মধ্যরাতে র‌্যাব সদস্যরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। একই সাথে র‌্যাব তার চিকিৎসা ও স্বজনদের খুঁজে বের করার প্রতিশ্রæতি দেয়।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) বেলাল হোসাইন জানান, অসহায় বৃদ্ধের এমন অবস্থার কথা জানতে পেরে মহা পুলিশ পরিদর্শকের স্ত্রী ও পুনাক সভানেত্রী জীসান মির্জা যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদ্দার স্যারের সঙ্গে যোগাযোগ করেন। বৃদ্ধর চিকিৎসারর যাবতীয় দায়িত্ব তিনি নিবেন বলে জানান। এরপর গত সোমবার রাতেই পুলিশ সুপারের নির্দেশনায় আমি পুলিশের একটি টিম নিয়ে সেই বৃদ্ধর কাছে বিভিন্ন খাবার ও ঔষুধ নিয়ে হাজির হই।
একই সাথে পুনাক সভানেত্রীর নির্দেশনা মতো বৃদ্ধকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে পাঠানোর ব্যবস্থা করি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ