Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাষী নজরুল ও শর্ট ফিল্ম ফোরামের চলচ্চিত্রের বিভিন্ন সামগ্রী ফিল্ম আর্কাইভে প্রদান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক মরহুম চাষী নজরুল ইসলামের বড় মেয়ে আন্নি ইসলাম গত ২৩ নভেম্বর বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষণের জন্য চাষী নজরুলের চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন দ্রব্যাদি প্রদান করেছেন। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ফিল্ম অফিসার মো: ফখরুল আলমের মাধ্যমে চন্দ্রনাথ, কাঠগড়া, দেবদাস, বাজিমাত, বিরহ ব্যাথা, শুভদা, দুই পুরুষ, ভালো মানুষ, হাসন রাজা, সুভা, ধ্রæবতারা, মেঘের পর মেঘ, একজন যোদ্ধা, ভুল যদি হয়, রঙ্গিন দেবদাস, শিল্পী, কোথায় আছো কেমন আছোসহ মোট ২২ টি চলচ্চিত্রের পান্ডুলিপি, ৩ডঁ স্থির চিত্রের অ্যালবাম, চাষী নজরুল ইসলাম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ও বিভিন্ন সংস্থা কর্তৃক প্রাপ্ত মোট ৮০ টি পদক ও তার নিজের ফ্রেমে বাধানো কিছু স্থিরচিত্র প্রদান করেন। এছাড়াও বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম গত ১৮ নভেম্বর শর্ট ফিল্ম ফোরামের ১৬ মি.মি.-এর ২ টি প্রজেক্টর, ১৬ মি.মি. এর অ্যারিফ্লেক্স ক্যামেরা ১টি, লেন্স ২ টি, ট্রাইপড ১টি, রিল উইন্ডার ২টি ও চাকা, পোস্টার, হাজারীবাগ ইজ শটস, আগামী, আবর্তন, দূরন্ত, দ্যা চ্যাপ্টার, সূচনা, ইতি সালমাসহ ২৪টি ১৬ মি.মি. ফিল্ম ফরম্যাটে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রিন্ট বাংলাদেশ ফিল্ম আর্কাইভে ভবিষ্যৎ সংরক্ষণের জন্য প্রদান করেন। শর্ট ফিল্ম ফোরামের সাধারণ স¤পাদক রাকিবুল হাসান চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন দ্রব্যাদি বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. নিজামূল কবীরের নিকট হস্তান্তর করেন। এখন থেকে চাষী নজরুল ইসলাম ও বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন দ্রব্যাদি বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ফিল্ম মিউজিয়াম, ফিল্ম ভল্ট ও লাইব্রেরিতে সংরক্ষিত থাকবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ