Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খানাখন্দে বেহাল ৩ কিলোমিটার

রাস্তা তো নয়, যেন চাষের জমি’

নজির হোসেন নজু, সৈয়দপুর (নীলফামারী) থেকে | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২১, ১২:০৪ এএম

নীলফামারীর সৈয়দপুর শহরের ‘এই ঘাটাত কি মানুষ চলে বাহে’ রিকশা থেকে ছিটকে পড়ে ক্ষুব্ধ হয়ে এ কথা বলেন সকিনা বেগম। আশপাশে থাকা পথচারীরা দৌঁড়ে গিয়ে তাকে উদ্ধার করেন।
আরেকটু হলেই গাড়ির চাকার নিচে পড়তে হতো তাকে। ‘রাস্তা তো নয়, যেন চাষের জমি’! পাশ থেকে আরেকজন বলে ওঠেন। সৈয়দপুর শহরের শেরেবাংলা সড়ক বঙ্গবন্ধু পাঁচমাথা মোড় থেকে ওয়াপদা মোড় পর্যন্ত ৩ কিলোমিটারজুড়ে এই বেহাল দশা।
সৈয়দপুর পৌরসভার ব্যস্ততম এই সড়ক ঘিরে রয়েছে একটি সিনেমা হল, একাধিক সুপার মার্কেট, সৈয়দপুর থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রেলস্টেশন, গুডস ইয়ার্ডসহ বাইপাস সড়কের সংযোগ স্থল ওয়াপদা মোড়। এসব কারণেই সড়কটিতে অনেক বেশি যানবাহন ও পথচারীর চলাচল। পৌরসভার সূত্র অনুযায়ী, গত ৩ বছর আগে সড়কটি মেরামত হয়েছিল।
সড়কটির পাশে অবস্থিত মুন্সিপাড়া এলাকার বাসিন্দা আবিদ হোসেন অভিযোগ করেন নিম্নমানের সামগ্রী ব্যবহার হওয়ায় সড়কটি দ্রুত খানাখন্দে ভরে গেছে। তিনি এর পুনঃনির্মাণ দাবি করেন।
রিকশাচালক জিয়াউল ইসলাম বলেন, এই সড়কে ইকশা (রিকশা) চালা কঠিন কাম বাহে। ঘুরিউল্টি (তাড়াতাড়ি) ইকশার এক্সেল ভাঙ্গি যায়। নাবের (লাভ) চ্যায়া ক্ষতি বেশি। খোরাকির পায়সা উঠে না। একই অভিযোগ একাধিক পথচারীর। খানাখন্দের কারণে প্রতিদিন ছোটখাটো দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ তাদের।
সৈয়দপুর ট্রাফিক বিভাগের পরিদর্শক (টিআই) নাহিদ পারভেজ বলেন, সড়কটির সংস্কার না হলে এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। খানাখন্দের কারণে ওই সড়কে যানজট লেগেই আছে। ট্রাফিক পুলিশ হিমশিম খাচ্ছে।
সড়কের দুর্দশা প্রসঙ্গে সৈয়দপুর পৌর মেয়র রাফিকা আকতার জাহান বলেন, চলতি মাসে পৌর পরিষদের মাসিক সভায় সড়কটি সংস্কারের সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই শেরেবাংলা সড়কটি পুনঃনির্মাণের আওতায় আনা হবে। জনদুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেন পৌর মেয়র।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ