Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আ.লীগের গলার কাঁটা বিদ্রোহী প্রার্থী

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২১, ১২:০৫ এএম

কুমিল্লার দাউদকান্দিতে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচারনা ততই বৃদ্ধি পাচ্ছে। এ নির্বাচনী মাঠে আ.লীগ মনোনীত প্রার্থীর পাশাপাশি প্রতিটি ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী থাকায় বেকায়দায় পড়েছে দাউদকান্দি উপজেলা আ.লীগ। যে কারণে নৌকার মনোনীত প্রার্থীদের ভোটে জয় পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তৃণমূলের একাধিক নেতা কর্মীরা জানান অনেক নেতার মুখে নৌকার জয় জয় করলেও তলে তলে বিদ্রোহী প্রার্থীর পক্ষে অনেক।
জানা গেছে উপজেলার১২ টি ইউনিয়নের মধ্যে দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নে নৌকার প্রার্থী কামরুজ্জামান শাহিনের সাথে বিদ্রোহী প্রার্থী আনারস মার্কা আলামিনের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে, সুন্দলপুর মডেল ইউনিয়নের নৌকার প্রার্থী রাশেদুল ইসলাম লিপু মাস্টারের সাথে বিদ্রোহী প্রার্থী আনারস মার্কা আসলামের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে। মারুকা ইউনিয়নে নৌকার প্রার্থী খলিলুর রহমানের সাথে বিদ্রোহী প্রার্থী শাজাহান মিয়ার সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে, বিটেশ্বর ইউনিয়নে নৌকার হুমায়ুন কবিরের সাথে বিদ্রোহী প্রার্থী খোরশেদ আলমের লড়াই হবে, ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের নৌকার প্রার্থী জসিম উদ্দিন প্রধানের সাথে বিদ্রোহী প্রার্থী লোকমান হোসেনের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে, গোয়ালমারী ইউনিয়নে নৌকার প্রার্থী মান্নান প্রধানের সাথে বিদ্রোহী প্রার্থী আনারস মার্কার নুরে আলম বুলুর সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে, জিংলাতলী ইউনিয়নে নৌকার প্রার্থী ওমর ফারুক মিয়াজীর সাথে বিদ্রোহী প্রার্থী আলমগীর চেয়ারম্যানের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে। পদুয়া ইউনিয়নের নৌকার প্রার্থী নাসির আহমদের সাথে বিদ্রোহী প্রার্থী মনির হোসেন চেয়ারম্যানের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে। বাকি ইউনিয়ন গুলিতেও বিদ্রোহী ও প্রার্থী রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ