Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষা পরিচালকের সাথে মতবিনিময়

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২১, ১২:০৫ এএম

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর হোসাইন আহমদ আরিফ ইলাহীর সাথে কলেজের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে রাউজান হযরত এয়াছিনশাহ পাবলিক কলেজের অধ্যক্ষ কৃষিবিদ মুহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পরিচালকের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়। এতে পরিচালক আরিফ ইলাহী বলেন, সেপ্টম্বর মাসে প্রভাষক পদ হতে সহকারী অধ্যাপক/সিনিয়র প্রভাষক ২৮ জন ও উচ্চতর স্কেলে ১৩ জন এবং নভেম্বরে ৬২৭ জন ও উচ্চতর স্কেলে ১৮৪ জন পদোন্নতি লাভ করেন। ২১ জন নতুন শিক্ষক-কর্মচারী নতুন এমপিও ভূক্তি হন। এসময় রাউজান হযরত এয়াছিনশাহ পাবলিক কলেজের অধ্যক্ষ তার কলেজে ৩ জন প্রভাষক, একজন সহকারী গ্রন্থাগারিগ ও একজন কর্মচারীর উচ্চতর স্কেল লাভ করায় পরিচালকের নিকট কৃতজ্ঞতা জানানো হয়। মতিবিনিময় সভায় পরিচালকের আন্তরিকতা, কাজের দক্ষতা ও কলেজের শিক্ষক-কর্মচারীদের প্রতি দরদের মূল্যায়ন স্বরূপ ফুল ও ক্রেস্ট দিয়ে কৃতজ্ঞতা জানানো হয় পরিচলক প্রফেসর হোসাইন আহমদ আরিফ ইলাহীকে। এসময় উপস্থিত ছিলেন রাজানগর রানীরহাট কলেজের অধ্যক্ষ আহছানুল করিম পীরজাদা, বাঁশখালী উপকূলীয় কলেজের উপাধ্যক্ষ বশির-উজ্জামান কনক, বরমা কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ খালেদুর রহমান, রাঙ্গুনিয়া হাসিনা জামাল ডিগ্রী কলেজের সিনিয়র প্রভাষক নুরুল হুদা, এয়াছিনশাহ পাবলিক কলেজের সহকারী অধ্যাপক বিকিরণ বড়ুয়া, মুহাম্মদ আবদুল জাব্বার, মুহাম্মদ লোকমান সিকদার, কক্সবাজার চকরিয়া বদরখালী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ মনির প্রমুখ। এসময় সকল শিক্ষকগণ যোগ্য পরিচালক প্রফেসর হোসাইন আহমদ আরিফ ইলাহীর মাধ্যমে বর্তমান শিক্ষাবান্ধব জননেত্রী শেখ হাসিনা সরকারের কাজকে এগিয়ে নিচ্ছেন বলে দাবি করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ