বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাইবান্ধা জেলা সংবাদদাতা : গাইবান্ধা সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুর রউফের বিরুদ্ধে একই স্কুলে নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের এক ছাত্রীকে ‘যৌন হয়রানি’র অভিযোগ উঠেছে।অভিযোগে ‘সত্যতা পাওয়ায়’ অভিযুক্ত সহকারী শিক্ষককে বদলির সিদ্ধান্ত নিয়েছে গাইবান্ধা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটি।গাইবান্ধা সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, ভৌত বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক আবদুর রউফ বিদ্যালয়ের ওই শিক্ষার্থীকে একা পেয়ে ‘যৌন হয়রানি’ করেন। এ ঘটনায় ওই ছাত্রীসহ তার সহপাঠীরা ঘটনার বিচার ও অভিযুক্ত শিক্ষকের শাস্তি চেয়ে প্রধান শিক্ষক বরাবর আবেদন করেন। এরপর আরও ২৫ জন ছাত্রীর অভিভাবক অভিযুক্ত শিক্ষকের বিচার চেয়ে লিখিতভাবে আবেদন করেন।স্থানীয়রা জানান, এ ঘটনার পরই অভিযুক্ত সহকারী শিক্ষক আবদুর রউফ নিজের দোষ আড়াল করতে এবং ঘটনাটি ধামাচাপা দিতে ওই ছাত্রীর বাড়িতে যান।আবদুর রউফ তার কৃতকর্মের জন্য ছাত্রীর কাছে ‘হাত-পা ধরে ক্ষমা প্রার্থনা’ করেছেন বলেও দাবি করেছেন তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।