Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দপুর পৌরসভায় ৩৪ কর্মীর পদে কাজ করছেন ৪১৯ জন!

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০২১, ৪:২৮ পিএম

নীলফামারী সৈয়দপুর প্রথম শ্রেণির পৌরসভায় ৩৪ কর্মীর পদ থাকলেও এখানে কাজ করছেন ৪১৯ জন। এজন্য বাড়তি কর্মচারী ছাঁটাই করার নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।৩৪ জন কর্মচারী রেখে বাকিদের সরিয়ে দিতে বলা হলেও এখনো সেটি কার্যকর হয়নি।

সৈয়দপুর পৌরসভায় নির্ধারিত কর্মকর্তা-কর্মচারীর স্থলে নিয়োগ দেওয়া হয়েছে কয়েকগুণ বেশি। গত ১৬ নভেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় বাড়তি কর্মচারী বাদ দেওয়ার নির্দেশনা দেয়। সেটি গত এক সপ্তাহে কার্যকর হয়নি।
চিঠিতে বলা হয়েছে, সৈয়দপুর পৌরসভায় জনবল কাঠামোতে সর্বমোট ৩৪ জন কর্মকর্তা-কর্মচারীর পদ থাকলেও বর্তমানে সেখানে কর্মরত রয়েছেন চুক্তিভিত্তিকসহ ৪১৯ জন কর্মকর্তা-কর্মচারী। ৩৪ জনকে রেখে বাকি কর্মচারীদের অবিলম্বে ছাঁটাইয়ের নির্দেশনা দেওয়া হলেও এখনো তা কার্যকর হয়নি।
সৈয়দপুর পৌরসভার সূত্র জানায়, মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়নে কাজ শুরু করেছে পৌর পরিষদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ