Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বোয়ালমারীতে গৃহবধূর মৃত্যু থানায় হত্যা মামলার অভিযোগ

ফরিদপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

ফরিদপুরের বোয়ালমারী সদর ইউনিয়নের রামনগর গ্রামে গৃহবধূ মারা যাওয়ার ঘটনায় বাচ্চু ফকিরসহ তিনজনের নামে হত্যা মামলার অভিযোগ এনে গতকাল সোমবার লিখিত অভিযোগ করেছেন ওই গৃহবধূর ভাই মো. মিরাজ মোল্যা। মিরাজ মোল্যা সালথা উপজেলার বড় বাহিরদিয়া গ্রামের মোতাহার মোল্যার ছেলে।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, মিরাজ মোল্যার বড় বোন মৃত ওই গৃহবধূ হেমালী বেগম। বিভিন্ন অজুহাতে হেমালী বেগমকে মারধর করে ও খুন জখমের হুমকি দিয়ে আসছে তার শ্বশুর বাড়ির লোকজন। বিষয়টি ওই গৃহবধূর ভাইসহ বাবার বাড়িতে জানালে তারা বোনের বাড়িতে এসে সকলকে অনুরোধ করেন অত্যাচার না করার জন্য।
গত ১৭ নভেম্বর সকাল ৯টার দিকে তার বোন হেমালী বেগমকে ঘরের মধ্যে আটকে রেখে মারপিট করে জখম করে। আঘাতে ঘটনাস্থলে ওই গৃহবধূর মৃত্যু হয়। তখন কীটনাশক তার মুখে ঢেলে প্রচার করে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে। তিনি আরো উল্লেখ করেন, তার বোন হেমালী বেগমের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহৃ রয়েছে। হেমালী বেগমের লাশ রামনগর গ্রাম থেকে উদ্ধার করে পুলিশ। পরে ১৮ নভেম্বর ওই লাশ ফরিদপুর মর্গে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, হেমালী বেগমের মৃত্যুর ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ