Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া : আটক ১

দৌলতপুরে পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ

দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদাতা | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

কুষ্টিয়ার দৌলতপুরে ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছ। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশের গাড়ি ঘটনাস্থলে পৌঁছালে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা পুলিশের গাড়িকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে ঘটনার সাথে জড়িত পান্না নামে একজনকে আটক করে থানায় নেয় পুলিশ। রোববার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার রিফাইতপুর বাজারে এ ঘটনা ঘটে। দৌলতপুর থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রিফাইতপুর ইউনিয়নের আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী জামিরুল ইসলাম বাবু’র পক্ষে দৌলতপুর আওয়ামী লীগ নেতৃবৃন্দ রিফাইতপুর হাইস্কুল মাঠে নির্বাচনী সভা করে। সভা শেষে আওয়ামী লীগ নেতৃবৃন্দ রিফাইতপুর বাজারে নৌকার নির্বাচনী অফিসে বসেন। এসময় প্রতিপক্ষ আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ও দৌলতপুর আওয়ামী লীগের বহিস্কৃত সহ-সভাপতি যৌন কেলেঙ্কারীর সাথে জড়িত আব্দুর রশীদ বাবলুর সমর্থকরা রিফাইতপুর বাজারে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে নৌকার বিপক্ষে সেøাগান দেয়। নৌকার বিপক্ষে সেøাগান শুনে নৌকার সমর্থকরা প্রতিপক্ষ মোটরসাইকেল প্রতীকের সমর্থকদের ধাওয়া দিলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে মোটরসাইকেল প্রতীকের সমর্থকরা পুলিশে গাড়িকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রনে তাদের ধাওয়া দিয়ে ঘটনার সাথে জড়িত পান্নাকে আটক করে থানায় নেয় পুলিশ। এ বিষয়ে দৌলতপুর থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম শফিক জানান, রিফাইতপুর বাজারে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটার সময় পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের গাড়িকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
এ ঘটনায় থানায় মামলা হলে আটক পান্নাকে গতকাল সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। অপরদিকে একই দিন রাত সাড়ে ১০টার দিকে পিয়ারপুর ইউনিয়নের পিয়ারপুর গ্রামে নৌকা প্রার্থীর সমর্থকদের সাথে যুবলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ