Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হামলা মামলা ভাঙচুরের প্রতিবাদ

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০২১, ১২:০৪ এএম

আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লার দাউদকান্দিতে হামলা মিথ্যা মামলা ভাঙচুর পোস্টার-ফেস্টুন ছেড়ার অভিযোগে গতকাল সোমবার উপজেলার হাটচান্দিনা গ্রামে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলার গৌরীপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (আনারস) মো. মানিক সরকার বলেন, আমার প্রতিপক্ষ নৌকার চেয়ারম্যান প্রার্থী নোমান সরকারের সর্মথকরা আমার তিনটি নির্বাচনী অফিস ভাঙচুর করে উল্টো আমার এবং আমার কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে পাঁচজনকে জেলহাজতে পাঠিয়েছে। তিনি আরো বলেন, নোমান সরকারের সমর্থকরা রাতের আধারে প্রতিটি গ্রামে বাড়ি বাড়ি গিয়ে আমার সমর্থকদের বলছে নৌকায় ভোট না দিলে মেরে ফেলা হবে। এছাড়া আমার সমর্থকদের নৌকায় ভোট দেয়ার জন্য জোরপূর্বক ভয়-ভীতি দেখিয়ে অঙ্গীকারনামা দিয়ে ছেড়ে দিয়েছে। নোমান সরকারের সমর্থকদের অত্যাচারে বর্তমানে নির্বাচন বন্ধ রেখেছি আমি নির্বাচন করতে চাই তাই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার লক্ষে আপনাদের এবং প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
এ সময় উপস্থিত ছিলেন হাটচান্দিনা গ্রামের শাহজাহান মেম্বার, আব্দুল মালেক সরকার, মোশারফ হোসেন, কবির মাস্টার প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ