রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আগামী ২৮ নভেম্বর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে প্রার্থীদের সাথে গতকাল সোমবার সকালে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বালিয়াকান্দি উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. হাসিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম। বিশেষ অতিথির বক্তৃতা করেন, রাজবাড়ী পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, রাজবাড়ী জেলা নির্বাচন অফিসার মো. মাসুদুর রহমান প্রমুখ। এ সময় ওসি তারিকুজ্জামান, নির্বাচন অফিসার নিজাম উদ্দিন আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, ব্যালট পেপার আগুনের মতো। কেউ ব্যালটে হাত দেয়ার চেষ্টা করলে তার হাত পুড়ে যাবে। কাউকে ছাড় দেয়া হবে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।