Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

আমাদের ওপর কেউ আস্থা রাখতে পারছে না : এরশাদ

প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

রংপুর জেলা সংবাদদাতা : জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, বিদেশি ও দেশের জনগণ আমাদের ওপর আস্থা রাখতে পারছে না। তাই আস্থা ফিরিয়ে আনতে জাতীয় পার্টিকে সুসংগঠিত করতে হবে।

বৃহস্পতিবার রংপুরের একটি হোটেলে জাতীয় পার্টির জেলা ও উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

এরশাদ বলেছেন , বিদেশি ও দেশের জনগণ আমাদের ওপর আস্থা রাখতে পারছে না। তার জ্বলন্ত প্রমাণ চীনের রাষ্ট্র প্রধান বাংলাদেশ সফরে এসে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে সাক্ষাৎ দিয়েছেন। কিন্তু সংসদের বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদকে ডাকা হয়নি। এটা আমাদের প্রতি আস্থাহীনতার বড় প্রমাণ।

তিনি বলেন, আগামী ২০ নভেম্বর রংপুরে জাতীয় পার্টি মহাসমাবেশ করবে। এই সমাবেশ থেকে জাতীয় পার্টি আবারো ঘুরে দাঁড়াবে।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এমপি শওকত হোসেন নিলু, প্রাক্তন এমপি আব্দুর রশিদ, মহানগর জাপার আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব ইয়াসির আহমেদ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ