Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে ঈশ্বরগঞ্জে বিএনপির বিক্ষোভ

ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২১, ৭:৩৭ পিএম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার দাবিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি। সোমবার বিকেলে ওই বিক্ষোভ মিছিল করা হয়।

জানা যায়, দীর্ঘদিন যাবত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় বাংলাদেশে চিকিৎসা হচ্ছে। এরই মাঝে বেশ কিছুদিন যাবত শারীরিক অবস্থার আরো অবনতি হতে থাকে।

এঅবস্থায় দলীয় নেতাকর্মীরা তাদের নেত্রীর নিঃশর্ত মুক্তি ও বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার দাবি দিয়ে আসছে। এবং এই দাবিতে সারাদেশে বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে তারা।

এরই ধারাবাহিকতায় সোমবার বিকেলে দলের কেন্দ্রীয় নির্দেশনায় বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার দাবিতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যন্যে সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল করেছে।

মিছিলটি পৌর শহরে বসুন্ধরা রোডস্থ অস্থায়ী দলীয় কার্যালয় থেকে বের হয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এসে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাহজাহান জয়পুরী, সাবেক সাধারণ সম্পাদক আহসান পারভেজ, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলি টিপু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ময়মনমিংহ উত্তর জেলা বিএনপির সদস্য সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ভূইয়া মনি, উপজেলা যুবদলের সভাপতি মোস্তাফিজুর রহমান জুয়েল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক রনি রহমানসহ পৌর ও ইউনিয়ন থেকে আসা নেতৃবৃন্দ।##



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ